fbpx

লাল-সবুজের স্রোত সোহরাওয়ার্দী উদ্যানে আজ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের অপেক্ষা শেষ হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই। আজ সকাল ১০টায় সম্মেলনের উদ্বোধন করবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সম্মেলনে যোগ দিতে সকাল থেকে দলে দলে নেতাকর্মীরা প্রবেশ করছেন ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। তাদের গায়ে রয়েছে লাল-সবুজ টিশার্ট আর মাথায় সাদা ক্যাপ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমাবেশে যোগ দিতে এসেছেন তারা।

আজ (২৪ ডিসেম্বর) সকালে শাহবাগ, টিএসসি, দোয়েল চত্বরসহ সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের এলাকাগুলোতে এমন চিত্র দেখা গেছে৷

ছোট ছোট মিছিল নিয়ে সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও কালীমন্দির গেট দিয়ে নেতাকর্মীদের প্রবেশ করতে দেখা গেছে।

এবারের সম্মেলন ঘিরে তৈরি করা হয়েছে ‘পদ্মা সেতুর ওপরে নৌকার’ আদলে মঞ্চ। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলন উদ্বোধনের পর জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হবে।

সম্মেলন কেন্দ্র করে যান চলাচল ও গাড়ি পার্কিংয়ের বিষয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ। ওই নির্দেশনা মেনে আজ রাজধানীতে যান চলাচল করতে বলা হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply