fbpx

আজ শুভ বিজয়া দশমী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বুধবার শুভ বিজয়া দশমী। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসব শেষ হবে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে। দুষ্টের দমন শিষ্টের পালনের বার্তা নিয়ে মর্ত্যে এসেছিলেন দেবী। দশমী তিথিতে দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা।

পঞ্জিকামতে, বুধবার বেলা ১১টা ৪০ পর্যন্ত দশমী তিথি স্থায়ী হবে। এ সময়ের মধ্যে দশমী পূজা সম্পন্ন করবেন পুরোহিতরা। পূজা শেষে দর্পণ বিসর্জন করা হবে। উপবাস থেকে অঞ্জলি প্রদান করবেন ভক্তরা। এ বছর দেবী গজ বা হাতিতে চড়ে মর্ত্যে আসেন। দেবী কৈলাসে ফিরবেন নৌকায় করে। এর ফলে পৃথিবী শস্যে পূর্ণ হয়ে উঠবে বলে বিশ্বাস সনাতন ধর্মাবলম্বীদের।

বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার গণমাধ্যমকে বলেন, এ বছর সারা দেশে ৩২ হাজার ১৬৮ মন্ডপে দুর্গাপূজা হচ্ছে। রাজধানীতে এ পূজা হচ্ছে ২৪২ মন্ডপে। দশমী পূজা শেষে বিকেল সাড়ে ৩টায় রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে বের হবে মূল শোভাযাত্রা। পরে নগরীর ওয়াইজঘাট, তুরাগ, ডেমরা, পোস্তগোলা ঘাটে হবে প্রতিমা বিসর্জন। বিভিন্ন মন্ডপ প্রতিমা বিসর্জনের জন্য মূল শোভাযাত্রায় যুক্ত হবে।

অশুভ বিনাশের প্রত্যয়ে মঙ্গলবার মহানবমী তিথিতে দুর্গতিনাশিনী দেবীর আরাধনা করেন সনাতন ধর্মাবলম্বীরা। সকাল থেকে মন্ডপে মন্ডপে ঘুরে ভক্তরা দেবীর চরণে অর্পণ করন পুষ্পাঞ্জলি। পূজামন্ডপগুলোয় দর্শনার্থীর ভিড় ছিল উপচে পড়া।

বিজয়া দশমীতে সরকারি ছুটি। এ উপলক্ষে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনসহ বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করবে। এ উপলক্ষে জাতীয় দৈনিকগুলো প্রকাশ করবে বিশেষ নিবন্ধ।

Advertisement
Share.

Leave A Reply