fbpx

আটকে পড়া নাবিকরা রোমানিয়া হয়ে দেশে ফিরবে: পররাষ্ট্র সচিব

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ইউক্রেন থেকে উদ্ধার করা এমভি বাংলা সমৃদ্ধির ২৮ নাবিকদের মলদোভা হয়ে রোমানিয়ায় নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

শুক্রবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।

তিনি বলেন, ইউক্রেইন থেকে প্রথমে পাশের দেশ মলদোভা হয়ে রোমানিয়ায় নেওয়া হবে। এরপর রোমনিয়া থেকে দেশে ফেরানো হবে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের ওলভিয়া বন্দরে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মালিকানাধীন জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’ গিয়ে যুদ্ধের মধ্যে আটকা পড়ে। বুধবার সন্ধ্যার দিকে সেই জাহাজে রকেট হামলা হয়।

কেবিন ক্রুদের চেষ্টায় আগুন নেভানো গেলেও ব্রিজে থাকা জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মৃত্যু হয়।

শুক্রবার বাংলা সমৃদ্ধিকে পরিত্যক্ত ঘোষণা করে ২৮ নাবিককে সরিয়ে নেওয়া হয়। হাদিসুরের মরদেহও তাদের সঙ্গেই রয়েছে।

প্রাথমিকভাবে ইউক্রেনের শেল্টার হোম থেকে পোল্যান্ড হয়ে তাদের বাংলাদেশে ফেরানোর পরিকল্পনার কথা প্রাথমিকভাবে জানিয়েছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তবে পরিস্থিতি বিবেচনায় এখন তাদের রোমানিয়া হয়ে দেশে ফেরানো হবে।

Advertisement
Share.

Leave A Reply