fbpx

আঠারো বছর পর পাকিস্তানে যাবে নিউজিল্যান্ড

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সেপ্টেম্বরে বাংলাদেশের সাথে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ করেই পাকিস্তানে উড়াল দিবে নিউজিল্যান্ড। আঠারো বছর পর পাকিস্তান সফর করবে কিউইরা। সফরে তারা খেলবে তিনটি ওয়ানডে এবং পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ।

পাকিস্তানে পুরোদমে ক্রিকেট ফেরানোর পথে আরও একধাপ এগোলো পাকিস্তান ক্রিকেট বোর্ড। বাংলাদেশ, সাউথ আফ্রিকার পর দেশটিতে এবার সফর নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের এক মাস আগে পাকিস্তানে আটটি সাদা বলের ম্যাচ খেলবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। বিশ্বকাপ সুপার লিগের তিন ওয়ানডের সাথে থাকবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তবে, একই সময়ে আইপিএলও চলমান থাকায় নিউজিল্যান্ড তাদের দ্বিতীয় সারির দল পাকিস্তানে পাঠাবে কি না তা এখনো নিশ্চিত নয়।

সফরে প্রথমে নিউজিল্যান্ডের তিনটি টি-টোয়েন্টি খেলার কথা থাকলেও পিসিবির প্রস্তাবে তারা পাঁচটি ম্যাচ খেলতে সম্মত হয়েছে। সফর নিশ্চিত হওয়া প্রসঙ্গে পিসিবির সিইও ওয়াসিম খান বলেছেন, ‘আমরা অত্যন্ত খুশি যে, পাকিস্তান ক্রিকেট বোর্ড আমাদের অতিরিক্ত দুইটি টি-টোয়েন্টি খেলার প্রস্তাব গ্রহণ করেছে। এই ম্যাচগুলি দুই দলের ক্রিকেটারদের বিশ্বকাপের প্রস্তুতি নিতেই শুধু সাহায্য করবেনা। বরং নিউজিল্যান্ডের ক্রিকেটাররা এদেশে বেশি সময় থেকে আমাদের আতিথেয়তা গ্রহণ করার সুযোগ পাবে।’

সিরিজের তিন ওয়ানডে কিউইরা খেলবে রাওয়াল পিন্ডিতে এবং পাঁচ টি-টোয়েন্টির সব হবে লাহোরে। ১৭ সেপ্টেম্বর শুরু হওয়া সিরিজ চলবে ৩ অক্টোবর পর্যন্ত।

Advertisement
Share.

Leave A Reply