fbpx

২০২১ এ আত্মজীবনী লেখার অভিপ্রায় টোকন ঠাকুরের

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

এইবার সেই প্রজাপতিনী আসুক ঘরে। দেখতে চাই, তার ডানার ঝাপটানিতে নড়ে উঠছে চেয়ার-টেবিল-খাট। কম্পনে অস্থির হয়তো আমিও পড়ে যাব ফ্লোরে। উঠতে যাব যখন, তখনই প্রজাপতিনী ডানার ধাক্কা মেরে আবার ফেলে দিক আমায়। ঘাপটি মেরে পড়ে যাব ফের, দরকার হলে মরেও যাব। অধিকার দিচ্ছি, আমাকে মারুক প্রজাপতিনী কিংবা তার ডানার খোপের অন্ধকারে লুকিয়ে রাখুক, সেখানেই না-হয় ঠোঁট দিয়ে ঘষে-ঘষে আমি আমার উড়তে না-পারার আত্মজীবনী লিখতে থাকব…

Advertisement
Share.

Leave A Reply