fbpx

ওসি প্রদীপের স্ত্রী কারাগারে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দুর্নীতির মামলায় টেকনাফ মডেল থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশের স্ত্রী চুমকি কারন আদালতে আত্মসমর্পণ করেছেন।

২৩ মে (সোমবার) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুন্সী আবদুল মজিদের আদালতে আত্মসমর্পণ করেন তিনি। এসম আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মাহমুদুল হক মাহমুদ জানান, আসামি চুমকি আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে শুনানি শেষে তা নামঞ্জুর করেন আদালত। তিনি আরও জানান, মামলা দায়েরের পর থেকেই চুমকি কারন পলাতক ছিলেন। আজ তিনি আত্মসমর্পণ করে জামিন চান। কিন্তু আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেছেন।

এই মামলায় গত ৪ এপ্রিল প্রদীপ কুমার দাশের বিরুদ্ধে এবং তার আগে ১৭ ফেব্রুয়ারি তার স্ত্রীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

এর আগে গত বছরের ২৩ আগস্ট টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকির বিরুদ্ধে তিন কোটি ৯৫ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক।

Advertisement
Share.

Leave A Reply