fbpx

আত্মসমর্পণ করেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আদালত অবমানার দায়ে সাজা প্রাপ্ত দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা বুধবার পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। এর মধ্যে দিয়েই শুরু হল তার ১৫ মাসের কারাবাস। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালেই তাকে কাওয়াজুলু-নাতাল প্রদেশের এসকোর্ট কারেকশন সেন্টারে নিয়ে যাওয়া হয়।

দক্ষিণ আফ্রিকার ইতিহাসে, এবারই কোনো সাবেক প্রেসিডেন্ট কারাদণ্ড ভোগ করছেন। চলতি বছর শুরুর দিকে, দুর্নীতির তদন্তে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে আদলত অবমানার অভিযোগ আনা হয়। অপরাধ প্রমাণিত হওয়ায় মঙ্গলবার তাকে ১৫ মাসের কারাদণ্ড দেয়া হয়।

পরের দিনেই পুলিশের কাছে আত্মসর্ম্পণ করেন জ্যাকব। তিনি জানান, সাংবিধানিক আদালতের রায় মেনে নিতেই এই পদক্ষেপ নিয়েছেন।

২০১৮ সালে নাটকীয় ঘটনার মধ্য দিয়ে জুমার প্রায় ৯ বছরের শাসনামলের অবসান ঘটে। তবে সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা দাবি করে আসছেন, তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছেন।

Advertisement
Share.

Leave A Reply