fbpx

আদালত পাড়া থেকে আসামি ছিনতাইয়ে ১জন গ্রেপ্তার

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ঢাকার আদালত পাড়া থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামি ছিনতাইয়ের ঘটনায় জড়িত একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল ২৪ নভেম্বর (বুধবার) ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন (সিটিটিসি) বিভাগ রাজধানীর যাত্রাবাড়ী থেকে অভিযুক্ত মেহেদী হাসান অমিকে (২৪) গ্রেপ্তার করে। অমি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার-আল-ইসলামের একজন সদস্যকে বলেও জানিয়েছে পুলিশ।

গত ২০ নভেম্বর  প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ঢাকা সিএমএম কোর্ট প্রাঙ্গণ থেকে ছিনিয়ে নিয়ে যায় আনসার আল ইসলাম সংগঠনটির অপর সদস্যরা।

তবে সিটিটিসি বলছে এই ঘটনায় প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন মেহেদী হাসান অমি।

তার বিরুদ্ধে রাষ্ট্র ও সরকারবিরোধী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে ২০১৬ সালে মোহাম্মদপুর, সূত্রাপুর ও বাড্ডা থানায় সন্ত্রাস বিরোধী আইনে ৩টি মামলা হয়। এ ছাড়া, ২০১০ ও ২০১২ সালে সিলেট কোতোয়ালি থানায় সন্ত্রাস বিরোধী আইনে তার নামে ২টি মামলা রয়েছে। আসামিদের ছিনতাইয়ের ঘটনায় অমির বিরুদ্ধে ডিএমপির কোতোয়ালি থানায় সন্ত্রাস বিরোধী আইনে আরও ১টি মামলা হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply