fbpx

আফগানিস্তানের একটি প্রাদেশিক রাজধানী নিয়ন্ত্রণে নিয়েছে তালেবান

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আফগানিস্তানের নিমরোজ প্রদেশের রাজধানী জারানজ নিয়ন্ত্রণে নিয়েছে জঙ্গি গোষ্ঠী তালেবান। এর মধ্য দিয়েই প্রথম কোনো প্রাদেশিক রাজধানী তালেবান গোষ্ঠীর দখলে এলো। একাধিক সূত্রের বরাত দিয়ে এই তথ্য দিয়েছে সংবাদ মাধ্যম আল-জাজিরা।

তবে আফগান সরকার বিষয়টি অস্বীকার করেছে।

সংবাদ মাধ্যম বিবিসি জানায়, শুক্রবার সরকারি বাহিনীর সাথে তীব্র লড়াই চালায় তালেবান গোষ্ঠী। সরকার পক্ষে যথেষ্ট লোকবল না থাকায় তালেবানের হাতে জারানজের পতন হয়। এর আগে সীমান্তের বিভিন্ন এলাকা নিয়ন্ত্রণে নেয় গোষ্ঠীটি।
তালেবানের পক্ষ থেকে শহরটি নিয়ন্ত্রনে নেয়ার পর জয় উদযাপনের কথা জানানো হয়েছে।

চলতি বছর আগস্টের মধ্যে আফগানিন্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা আসার পর থেকেই বিভিন্ন এলাকায় তৎপরতা চালাচ্ছে জঙ্গি গোষ্ঠী তালেবান।

Advertisement
Share.

Leave A Reply