fbpx

আফগানিস্তানে আরও একটি প্রাদেশিক প্রদেশ তালেবানের দখলে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আফগানিস্তানে আরও একটি প্রাদেশিক রাজধানী নিয়ন্ত্রণে নিয়েছে জঙ্গি গোষ্ঠী তালেবান। শনিবার দেশটির উত্তরাঞ্চলীয় জাওজযান প্রদেশের রাজধানী শেবারঘান তালেবানের হাতে চলে যায়। সংবাদ মাধ্যম আল-জাজিরাকে এই খবর নিশ্চিত করেছেন শেবারঘান শহরের গভর্নর কাদের মালিয়া।

২৪ ঘণ্টার ব্যবধানে এই নিয়ে দেশটির দুটি প্রাদেশিক রাজধানী তালেবানের নিয়ন্ত্রণে চলে যায়। এর আগে নিমরোজ প্রদেশের রাজধানী জারাঞ্জ নিয়ন্ত্রণে নেয় গোষ্ঠীটি।

গভর্নর কাদের মালিয়া বলেন, তালেবানের হামলায় সরকারি বাহিনী বিমান বন্দরের দিকে পিছু হটে।

তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, শহরটি এখনো পুরোপুরি দখলে নিতে পারেনি তালেবান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সংবাদ মাধ্যম বিবিসিকে বলেন, ‘সরকারি বাহিনী এখনও শহরে রয়েছে। এবং শিগগিরই তাদের হটিয়ে দেয়া হবে।‘

তালেবান গোষ্ঠী এক বিবৃতিতে দাবি করে, শহরটি দখলে নিয়ে তারা একটি কারাগারের বন্দিদের মুক্তি দিয়েছে।

আফগানিস্থান থেকে বিদেশি সেনা প্রত্যাহার প্রক্রিয়া শুরুর পর থেকেই দেশজুড়ে তৎপরতা চালিয়ে যাচ্ছে তালেবান গোষ্ঠী। এরমধ্যেই কয়েকটি গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিংসহ বেশ কিছু এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে গোষ্ঠীটি। এবার বড় দুটি প্রাদেশিক রাজধানী পতন হল। যা সরকারি বাহিনীর কাছে বড় ধাক্কা বলেই মনে করছে আন্তর্জাতিক মহল।

Advertisement
Share.

Leave A Reply