fbpx

আফগানিস্তানে আরও এক সীমান্ত ক্রসিং নিয়ন্ত্রণে নেয়ার দাবি তালেবানের

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আফগানিস্তানে পাকিস্তানের সীমান্তবর্তী একটি গুরুত্বপূর্ণ বর্ডার ক্রসিং নিয়ন্ত্রণে নেয়ার দাবি করছে জঙ্গি গোষ্ঠী তালেবান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কান্দাহারের কাছে স্পিন বোলডাক ক্রসিংয়ে নিজেদের পতাকা উড়িয়েছে জঙ্গিরা।

তবে তালেবান গোষ্ঠীর এই দাবিকে উড়িয়ে দিয়েছে আফগান সরকার। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ছবিতে তালেবান জঙ্গিদের পাকিস্তানের সীমান্তরক্ষীদের সাথে আলোচনা করতে দেখা গেছে।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, কোনো রকম বাধা ছাড়াই বাণিজ্যিক এই ক্রসিং দখলে নিয়েছে জঙ্গিরা।

এর আগে গেল সপ্তাহেই দেশটির উত্তরাঞ্চলের ইরান, তুর্কমিনিস্তান ও তাজিকিস্তানের সাথে প্রধান সীমান্ত ক্রসিং নিয়ন্ত্রণে নেয় গোষ্ঠীটি।

তালেবানরা বলছে, দেশটির ৮৫ শতাংশ এলাকাই এখন তাদের নিয়ন্ত্রণে।

চলতি বছর ১১ সেপ্টেম্বরের মধ্যে, আফগানিস্তান থেকে ধাপে ধাপে সেনা সরিয়ে নেয়ার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। সেনা প্রত্যাহার প্রক্রিয়া শুরু হতেই সহিংসতা বাড়িয়ে দেয় তালেবান গোষ্ঠী।

Advertisement
Share.

Leave A Reply