fbpx

আফগানিস্তানে জাতিসংঘের দপ্তরে হামলা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আফগানিস্তানের হেরাত প্রদেশে জাতিসংঘের দপ্তর লক্ষ্য করে হামলায় নিহত হয়েছেন এক নিরাপত্তারক্ষী। তবে সংস্থাটির কোনো কর্মকর্তা এতে হতাহত হননি। সংবাদ মাধ্যম আল-জাজিরা এই তথ্য দিয়েছে।

কর্তৃপক্ষের দাবি, দেশটির পশ্চিমাঞ্চলের এই শহরে সরকার বাহিনীর সাথে জঙ্গিগোষ্ঠী তালেবানের সাথে তুমুল সংঘর্ষ চলছিল। এ সময় জাতিসংঘের স্থাপনা লক্ষ্য করে গ্রেনেট ও বন্দুক হামলা হয়। তালেবান জঙ্গিরা হেরাত শহরের অনেকটা ভেতরে প্রবেশ করার পরই এই হামলা হয়।

তবে কারা এই হামলা চালিয়েছে জাতিসংঘের পক্ষ থেকে এখনও সে বিষয়ে কিছু বলা হয়নি। এক বিবৃতিতে হামলার নিন্দা জানিয়েছেন আফগানিস্তানে সংস্থাটির বিশেষ দূত দিবোরাহ লিয়নস।

এরমধ্যেই তালেবান গোষ্ঠী বেশ কয়েকটি জেলা নিয়ন্ত্রণে নিয়েছে। সেই সাথে হেরাত প্রদেশের গুরুত্বপূর্ণ দুটি সীমান্ত ক্রসিংও নিয়ন্ত্রণে নিয়েছে।

চলতি বছর মে থেকেই দেশজুড়ে সহিংসতা বাড়িয়েছে জঙ্গি গোষ্ঠী তালেবান। ১১ সেপ্টেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সব সেনা সরিয়ে নেয়ার ঘোষণা দেয়ার পর থেকেই সহিংস তৎপরতা চালাচ্ছে তালেবান।

Advertisement
Share.

Leave A Reply