fbpx

আফগানিস্তানে নিহত পুলিৎজার জয়ী ভারতীয় সাংবাদিক

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

পুলিৎজার পুরস্কার প্রাপ্ত ভারতীয় চিত্র সাংবাদিক দানিশ সিদ্দিকি আফগানিস্তানে নিহত হয়েছেন। বৃহস্পতিবার কান্দাহারের স্পিন বোলডাক এলাকায় জঙ্গি গোষ্ঠী তালেবান ও আফগান বাহিনীর সংঘর্ষের ছবি তুলতে যান তিনি। সেখানেই তালেবান গোষ্ঠীর হামলার মধ্যে পড়ে নিহত হন তিনি। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এই তথ্য নিশ্চিত করেছে।

দানিশ সংবাদ সংস্থা রয়টার্সের ভারতের প্রধান ফটোগ্রাফার ছিলেন। কয়েকদিন আগেই অ্যাসাইনমেন্টের কাজে আফগানিস্তানে যান তিনি। কাবুলের নিরাপত্তা বাহিনীর সাথে বিভিন্ন সংঘর্ষ কবলিত এলাকায় ঘুরে ছবি তুলছিলেন তিনি। বৃহস্পতিবার রাতে আফগানিস্তানের পাকিস্তান সীমান্তবর্তী স্পিন বোলডাক এলাকা যান তিনি। সেখানে তাদের গাড়িবহর লক্ষ্য করে হামলা চালায় তালেবন জঙ্গিরা। তখনই নিহত হন দানিশ।

তবে এই হমালায় আরও কতজন হতাহত হয়েছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। ভারত সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক ভাবে এখনও কোনো মন্তব্য করা হয়নি।

২০১৮ সালে মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে কাজ করে পুলিৎজার পুরস্কার পেয়েছিলেন দানিশ সিদ্দিকি।

Advertisement
Share.

Leave A Reply