fbpx

আফগানিস্তানে প্রতিরক্ষামন্ত্রীর বাড়িতে হামলা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আফগানিস্তানে প্রতিরক্ষামন্ত্রীর বাড়ি লক্ষ্য করে হামলায় নিহত হয়েছে আট জন। আহত হয়েছে অন্তত ২০ জন। হতাহতদের মধ্যে কয়েকজন বেসামরিক নাগরিকও রয়েছেন।

সংবাদ মাধ্যম বিবিসি জানায়, মঙ্গলবার কাবুলের সংরক্ষিত এলাকা গ্রিন জোনে থাকা মন্ত্রী বিসমিল্লাহ খান মোহাম্মদির বাড়ি লক্ষ্য করে এই হামলা হয়। তবে এ সময় মন্ত্রী বাড়ি ছিলেন না। হামলায় তার পরিবারের কোনো সদস্যও এতে হতাহত হননি।

আফগান বাহিনী জানিয়েছে, তাদের পাল্টা হামলায় সব কয়জন হামলাকারীই নিহত হয়েছে।

এরই মধ্যে হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী তালেবান। এক বিবৃতিতে গোষ্ঠীটির মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিন জানায়,’ এই হামলায় বেশ কয়েকজন সাহসী যোদ্ধা অংশ নিয়েছিল।‘

দেশটির দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে আফগান বাহিনী ও তালেবান গোষ্ঠীর হামলায় ঝুঁকির মুখে রয়েছে বাসিন্দারা। লস্কর গাহ শহর থেকে অনেক বাসিন্দাই পালিয়ে নিরাপদে আশ্রয় নিয়েছেন। গত কয়েকদিনের সহিংসতায় নিহত হয়েছে বেশ কয়েকজন।

Advertisement
Share.

Leave A Reply