fbpx

আফগানিস্তানে মসজিদে বোমা বিস্ফোরণ,নিহত ৩২

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আফগানিস্তানের কান্দাহার শহরে একটি শিয়া মসজিদে বোমা বিস্ফোরণে অন্তত ৩২ জন নিহত এবং ৪৫ জন আহত হয়েছে। সংবাদমাধ্যম আল জাজিরা এমনটি জানিয়েছে।

শুক্রবার (১৫ অক্টোবর) জুমার নামাজের সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে  সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার বিবি ফাতিমা মসজিদে জুমার নামাজ চলাকালে বিস্ফোরণটি ঘটে। দেশটির কান্দাহার শহরের ইমান বারগাহ শিয়া মসজিদে এ ঘটনা ঘটে। বিস্ফোরণে মসজিদের জানালার কাঁচ ভেঙে গেছে। বিস্ফোরণে হতাহত অনেককে মসজিদের মেঝেতে শুয়ে কাতরাতে দেখা গেছে। অনেকেই তাঁদের সাহায্যে এগিয়ে আসেন।

একজন প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা এএফপিকে বলেছেন যে, মসজিদের প্রধান ফটকের কাছে তিনি তিনটি  বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। বিস্ফোরণের সময় মসজিদটি মানুষে পূর্ণ ছিল। এবং এরপরই সেখানে ১৫টি অ্যাম্বুলেন্স ছুটে যায়।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, তালেবানের বিশেষ সৈন্যরা মসজিদটিকে ঘিরে রেখেছে এবং আহতদের চিকিৎসার জন্য সবাইকে রক্ত দিতে এগিয়ে আসার আহবান জানিয়েছে।

বিবিসি বলছে, ঠিক কী কারণে বিস্ফোরণ ঘটেছে, তা নিশ্চিতভাবে জানা যায়নি। এটি আত্মঘাতী বোমা হামলা বলে ধারণা করা হচ্ছে।

আহতদের স্থানীয় মিরওয়াইস হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান হাসপাতালের একজন চিকিৎসক।

উল্লেখ্য, এর আগে গত শুক্রবার জুমার নামাজের সময় কুন্দজ শহরের একটি শিয়া মসজিদে বোমা হামলায় শতাধিক হতাহত হয়। পরে আইএস এই হামলার দায় স্বীকার করে।

Advertisement
Share.

Leave A Reply