fbpx

আফগানিস্তানে মসজিদে হামলার দায় নিয়েছে আইএস

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আফগানিস্তানের মসজিদে আত্মঘাতী বোমা হামলার দায় নিয়েছে জঙ্গি গোষ্ঠী আইএস।

শুক্রবার দেশটির উত্তরাঞ্চলের কুন্দুজ শহরে শিয়া অধ্যুষিত এলাকার একটি মসজিদে এই হামলা হয়। এতে এখন পর্যন্ত ধ্বংসস্তুপ থেকে অন্তত ৫০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এই হামলায় শতাধিক মানুষ আহত হয়েছে। তাদের অনেকের অবস্থা গুরুতর। তাই নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। সংবাদমাধ্যম আল-জাজিরা এই তথ্য দিয়েছে।

চলতি বছর আগস্টে তালেবান গোষ্ঠী আফগানিস্তানের নিয়ন্ত্রণে নেয়ার পর এটাই সবচেয়ে বড় হামলা।

দেশটির খোরাসার প্রদেশের জঙ্গি গোষ্ঠী আইএসের শাখা সংগঠন আইএস-কে এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে। তাদের দাবি, জুম্মার নামাজে অংশ নেয়া শিয়া মুসলমানদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গোজার-ই সাইদ আবাদ মসজিদের ভেতরে সারি সারি মৃত দেহ পড়ে রয়েছে।

তবে হতাহতের সংখ্যা নিয়ে কিছুটা বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে। আফগানিস্তানের জাতিসংঘের মিশন থেকে এক টুইট বার্তায় বলা হয়েছে এই হামলায় শতাধিক হতাহত হয়েছে।

স্থানীয় ডেপুটি পুলিশ চিফ দোস্ত মোহাম্মাদ ওবাইদা বলেন, ‘এই হামলায় অন্তত একশ জন হতাহত হয়েছে। তবে বেশিরভাগই মারা গেছে’।

কুন্দুজ প্রদেশে শিয়া মুসলমানদের লক্ষ্য করে প্রায়ই এমন হমালা চালায় জঙ্গি গোষ্ঠী আইএস।

Advertisement
Share.

Leave A Reply