fbpx

আফগানিস্তান: কাবুলের খুব কাছে অবস্থান করছে জঙ্গি গোষ্ঠী তালেবান

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আফগানিস্তানের প্রায় অর্ধেক প্রাদেশিক রাজধানী নিয়ন্ত্রণে নিয়েছে জঙ্গি গোষ্ঠী তালেবান। এখন রাজধানী কাবুলের খুব কাছে অবস্থান করছে তালেবান যোদ্ধারা। সংবাদ মাধ্যম বিবিসি এই তথ্য দিয়েছে।

সরকারি বাহিনীর সাথে তালেবান গোষ্ঠীর তীব্র লড়াইয়ের মধ্যেই টেলিভিশনে জাতীর উদ্দেশ্যে ভাষণ দিলেন দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি। তিনি বলেন, যুদ্ধ অবসানের চেষ্টায় ‘আলোচনা’ চলছে। আন্তর্জাতিক অংশীদার ও স্থানীয় নেতাদের সাথে দেশের পরিস্থিতি নিয়ে পরামর্শ করার কথাও জানিয়েছেন তিনি।

দেশবাসীর উদ্দেশ্যে ঘানি বলেন, ’ আমি বুঝতে পারছি, আপনারা ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় আছেন। প্রেসিডেন্ট হিসেবে আমি আশ্বস্ত করতে চাই, যেন আর অস্থিরতা ও সহিংসতা না বাড়ে। কারও যেন ঘর ছাড়তে না হয় সেই চেষ্টাই করছি।‘

জঙ্গি বাহিনী যতই কাবুলের দিকে এগুচ্ছে ততই ঝুঁকির মুখে পড়ছে বাসিন্দারা। কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি বুঝে মার্কিন বাহিনী বিমানে করে বাসিন্দাদের সরিয়ে নিবে।

সাধারণ মানুষের নিরাপত্তায় আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোকে সীমান্ত খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

Advertisement
Share.

Leave A Reply