fbpx

আফগানিস্তান: তালেবানবিরোধী বাসিন্দাদের ধরতে অভিযান

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আফগানিস্তানের বাসিন্দারা যারা ন্যাটো বাহিনী অথবা আফগান সরকারের হয়ে কাজ করতো, তাদেরকে বাড়ি বাড়ি গিয়ে খুঁজছে তালেবান গোষ্ঠী। তাদের পরিবারকেও হুমকি দেয়া হচ্ছে। জাতিসংঘের এক প্রতিবেদনে এমন তথ্যই দেয়া হয়েছে।

কট্টর ইসলামপন্থি এই গোষ্ঠীটি কাবুল দখলের পর বারবারই আশ্বস্ত করে আসছিল যে তারা নাগরিকদের ওপর কোনো প্রতিশোধ নিবে না। তবে এর মধ্যেই গোষ্ঠীটি বিরোধীদের খুঁজে বের করার অভিযানে নেমেছে। মূলত ১৯৯০ দশকরে নৃশংসতার পর গোষ্ঠীটি খুব কমই বদলেছে। সংবাদ মাধ্যম বিবিসি এই তথ্য দিয়েছে।

আতঙ্কের মধ্যে আছে দোভাষীরাও। যারা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা বিদেশি সেনাদের হয়ে কাজ করতো তাদের প্রতিটি মুহুর্তই এখন জীবন শঙ্কার মধ্যে কাটছে।

সংবাদ মাধ্যম বিবিসিকে ব্রিটিশ সেনাদের সাথে কাজ করতেন এমন একজন দোভাষী বলেন, ‘ কাবুল পতন হল আমাদের জীবনও শেষ হয়ে গেল। অন্ধকার ঘরে বাস করছি এখন আমরা।‘

ব্রিটিশ সরকারের উদ্দেশ্যে প্লেকার্ডে তিনি একটি বার্তা দেন, ‘ তালেবানের মুখে দয়া করে আমাদের ছেড়ে যাবেন না। দোভাষীরা চরম ঝুঁকিতে রয়েছে।‘

Advertisement
Share.

Leave A Reply