fbpx

আফগানিস্তান: তালেবানের হাতে নিহত ও গুম সাবেক নিরাপত্তা বাহিনীর শাতাধিক সদস্য

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আফগানিস্তানে গেল সাড়ে তিন মাসে দেশটির সাবেক নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্যকে হত্যা অথবা গুম করা হয়েছে। চলতি বছর আগস্টে তালেবান গোষ্ঠী ক্ষমতায় আসার পর এই হত্যা কিংবা গুম হয়েছে। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ –এইচআরডব্লিউ-এর নতুন এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য।

সংস্থাটি বলছে,তালেবান সরকার ক্ষমতাচ্যুত আফগান সরকার ও সামরিক বাহিনীর সদস্যদের ওপর প্রতিশোধ না নেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। এরপরও স্থানীয় তালেবান নেতারা সাবেক নিরাপত্তা বাহিনীর ওপর গুম ও হত্যাকাণ্ড চালাতে থাকে।

হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে বলা হয়েছে, ১৫ আগস্ট থেকে ৩০ অক্টোবরের মধ্যে দেশটির চারটি প্রদেশে শতাধিক খুন হয়েছে। গুম হয়েছে অন্তত ৪৭ জন। তাদের মধ্যে রয়েছে আফগান ন্যাশনাল সিকিউরিটি ফোর্স- এএনএনএফ –এর সাবেক সদস্য, পুলিশ ও গোয়েন্দা বিভাগের সাবেক কর্মকর্তা ও বিদ্রোহীরা।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, তালেবান সরকার এই হত্যাযজ্ঞের বিষয়ে জেনেও এটি এড়িয়ে যাচ্ছে। সেই সাথে গুম ও হত্যাকাণ্ডের বিষয় অস্বীকার করে আসছে।

Advertisement
Share.

Leave A Reply