fbpx

আফগানিস্তান: দুই দিনের মধ্যে আসতে পারে নতুন সরকারের ঘোষণা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আফগানিস্তানে আগামী দুই দিনের মধ্যে নতুন সরকারের ঘোষণা আসতে পারে। তালেবান গোষ্ঠীর এক মুখপাত্র এই তথ্য দিয়েছে।

সংবাদ মাধ্যম বিবিসিকে কাতারের রাজনৈতিক দপ্তরের উপ-প্রধান শের আব্বাস স্তানেকযাই বলেন, নতুন সরকারে নারীদেরও ভূমিকা থাকবে। তবে মন্ত্রী পর্যায়ে কোনো নারী থাকবে না। সেই সাথে গেল দুই দশকে মার্কিন সমর্থনপুষ্ট সরকারের হয়ে কাজ করা কোনো নারীকে তালেবান সরকারে অন্তর্ভুক্ত করা হবে না বলেও জানান তিনি।

আগামী দুই দিনের মধ্যে কাবুল বিমানবন্দর খুলে দেয়া হবে বলেও জানান স্তানেকযাই।

আফগানিস্তানের দ্বিতীয় বড় শহর কান্দাহারে নতুন সরকার গঠন নিয়ে তালেবান নেতাদের তিন দিনের আলোচনার পর এমন মন্তব্য করলেন স্তানেকযাই।

কাবুল পতনের পর থেকেই সুশৃঙ্খল সরকার গঠনের বার্তা দিয়ে আসছে তালেবান গোষ্ঠী। তবে সমালোচকরা বলছেন মূলত গেল ২০ বছরে মতাদর্শের তেমন কোনো পরিবর্তন হয়নি গোষ্ঠীটির । তাই তাদের কথা ও কাজে মিল পাওয়া যাচ্ছে না। তালেবান শাসনে নারী ও শিশু অধিকার ক্ষুণ্ণ হবে বলেই মনে করা হচ্ছে। সেই সাথে ঝুঁকির মুখে থাকবেন ভিন্নমতাদর্শীরাও।

Advertisement
Share.

Leave A Reply