fbpx

আফগান বোলিং ঝড়ে দিশেহারা শ্রীলঙ্কা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

অপেক্ষার প্রহর শেষে শুরু হয়েছে এশিয়া কাপের মহাযজ্ঞ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি আফগানিস্তান-শ্রীলঙ্কা। দুবাইয়ে টসে জিতে ফিল্ডিং নেয়ার সিদ্ধান্ত যে কতোটা সঠিক সেটাই প্রমাণ করে দিয়েছে মোহাম্মদ নবির দল। আফগানদের বোলিং তোপে মাত্র ১০৫ রানেই গুটিয়ে গেছে লঙ্কানদের ইনিংস।

ব্যাটিংয়ে নেমেই বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা। প্রথম দুই ওভারে মাত্র ৫ রান তুলতেই ৩ উইকেট হারায় তারা। প্রথম ওভারেই ২ উইকেট তুলে নেন ফজল হক ফারুকি। এরপর অবশ্য শুরুর ধাক্কা সামলে নেন দানুশকা গুনাথিলাকা এবং ভানুকা রাজাপাকসে। পাওয়ারপ্লে শেষে লঙ্কানরা তোলে ৩ উইকেটে ৪১ রান। দানুশকা ১৭ এবং ভানুকা ৩৮ রানে আউট হলে আবারো ব্যাটিং বিপর্যয়। শেষের দিকে চামিকা করুনারত্নে ৩৮ বলে করেন ৩১ রান। শেষ পর্যন্ত ১৯.৪ ওভারে সব উইকেট হারিয়ে তারা তুলতে পেরেছে মোটে ১০৫ রান।

আফগানদের পক্ষে তিনটি উইকেট নেন ফজল হক ফারুকি। এছাড়া, মুজিব উর রহমান এবং মোহাম্মদ নবি নেন ২টি করে উইকেট।

Advertisement
Share.

Leave A Reply