fbpx

আফগান সরকারকে এখনই স্বীকৃতি দেবে না বাংলাদেশ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আফগানিস্তানের তালেবানের অন্তবর্তীকালীন সরকারকে বাংলাদেশ এখনই স্বীকৃতি দিচ্ছে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। এ বিষয়ে বাংলাদেশ কোনো তাড়াহুড়া করতে চায় না বলেও জানান তিনি।

বুধবার তালেবানের অন্তর্বর্তীকালীন সরকারকে বাংলাদেশের স্বীকৃতির বিষয়ে জানতে চাইলে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা এখনই আফগানিস্তানের নতুন সরকারকে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছি না। কারণ, এটি তাদের অন্তর্বর্তীকালীন সরকার। আমরা স্থায়ী সরকারের জন্য অপেক্ষা করব। এ বিষয়ে আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। নারীর অধিকারসহ মৌলিক কিছু বিষয়ে তালেবানের নীতি পর্যবেক্ষণ করছে ঢাকা। তবে দেশটির উন্নয়নে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের মতো বহুপক্ষীয় উদ্যোগ নেওয়া হলে, তাতে ঢাকার সমর্থন থাকবে।’

প্রায় বিশ বছর যুদ্ধ শেষে গত ১৫ আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাদের হটিয়ে আগফানিস্তানের রাজধানী কাবুল দখল করে নেউ তালেবানরা। এর তিন সপ্তাহ পর গতকাল মঙ্গলবার আফগানিস্তানে অন্তর্বর্তী সরকারের ঘোষণা দেয় তালেবানরা।

যেখানে সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেবেন মোহাম্মদ হাসান আখুন্দ আর ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন তালেবানের সহ-প্রতিষ্ঠাতা আবদুল গনি বারাদার। ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন হাক্কানি নেটওয়ার্কের প্রধান সিরাজুদ্দিন হাক্কানি। চীন তালেবানের নতুন  সরকারের ঘোষণাকে স্বাগত জানিয়েছে। তবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি পশ্চিমা দেশ উদ্বেগ প্রকাশ করেছে। তবে চীন, পাকিস্তানসহ কয়েকটি দেশ তালেবানের সরকার গঠনকে ইতিবাচক হিসেবে দেখছে।

Advertisement
Share.

Leave A Reply