fbpx

‘আফিফ সবসময়ই কনফিডেন্ট’

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে অনেক নাটকীয়তার পর সাকিব আল হাসানকে টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হয়। আর আরব আমিরাতে যাওয়ার পর ঘোষণা আসে আফিফ হোসেনকে করা হচ্ছে দলের সহ-অধিনায়ক। বর্তমানে দলের অন্যতম ভরসার নাম আফিফ। এই মুহূর্তে সহ-অধিনায়কের দায়িত্ব তার জন্য বাড়তি চাপ হবে কি-না, সেই প্রশ্নও থেকে যায়। তবে বিসিবির অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস মনে করেন, আফিফ নিজের দায়িত্বটা খুব ভালোভাবেই পালন করতে সক্ষম।

“আফিফ সবসময়ই কনফিডেন্ট। আমাদের কাছে পাঁচ-ছয়জন ক্রিকেটার আছে, যাদের দেখে আমাদের মনে হয়েছে ভবিষ্যতে দলকে নেতৃত্ব দেয়ার গুণ আছে; আফিফ তাদের মধ্যে একজন”-বলছিলেন জালাল ইউনুস

দেশের তরুণ ক্রিকেটারদের নিয়ে বিসিবি এভাবেই এগোতে চায়, যাতে ভবিষ্যতে দলে নেতৃত্ব সঙ্কট দেখা না দেয়। যেই পাঁচ-ছয়জন ক্রিকেটার বিসিবির সুনজরে আছে, তাদেরকে পালাক্রমে সুযোগও দেবে দেশের ক্রিকেট বোর্ড। এ প্রসঙ্গে জালাল বলেন, “তিনটা ফরম্যাটের জন্য আমরা এখন থেকেই চিন্তা করছি, তারা সহ-অধিনায়ক থাকবে। রোটেশন অনুযায়ী থাকবে, যাতে ভবিষ্যতে তারা অধিনায়কত্ব করার জন্য তৈরি হয়।”

Advertisement
Share.

Leave A Reply