fbpx

আবারও বাড়লো এইচএসসি ফরম পূরণের সময়

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

উচ্চমাধ্যমিক বা এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় ৩১ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। রবিবার থেকে শিক্ষার্থীদের ফরম পূরণের জন্য এসএমএস পাঠাতে পারবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।

এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ড এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘এসএমএস পাওয়ার পর শিক্ষার্থীরা আগামী ২ নভেম্বর পর্যন্ত ফরম পূরণের ফি পরিশোধ করতে পারবেন। পরীক্ষার্থীদের ফরম পূরণের জন্য প্রতিষ্ঠান থেকে এসএমএস পাঠানোর সময় ২৪ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত এবং শিক্ষার্থীদের ফি পরিশোধের সময় ২ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হলো। কোনো শিক্ষাপ্রতিষ্ঠান এ সময় শিক্ষার্থীদের ফরম পূরণে ব্যর্থ হলে দায় প্রতিষ্ঠানপ্রধানকে বহন করতে হবে বলেও জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।‘

এর আগে, ১২ আগস্ট থেকে এইচএসসি ও আলিম পরীক্ষার ফরম পূরণ শুরু হয়। যার শেষ তারিখ ছিল ২৫ আগস্ট পর্যন্ত। পরে কয়েক দফা সময় বাড়িয়ে অক্টোবরের ৩১ তারিখ পর্যন্ত করা হয়েছে। এ বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা শুরু হবে আগামী ২ ডিসেম্বর এবং শেষ হবে ৩০ ডিসেম্বর।

Advertisement
Share.

Leave A Reply