fbpx

আবারও বিধিনিষেধ বাড়িয়ে প্রজ্ঞাপন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশে চলমান কঠোর বিধিনিষেধ আগামী ১০ আগস্ট রাত ১২ টা পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। আজ ৫ আগস্ট (বৃহস্পতিবার) থেকে শুরু হয়ে এই কঠোর বিধিনিষেধ চলবে আগামী পাঁচদিন মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত।

এই পাঁচদিন বন্ধ থাকবে দেশের সব অফিস, যানবাহন ও দোকানপাট। আজ মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, অতি জরুরি প্রয়োজন ছাড়া বিধিনিষেধের সময় বাড়ির বাইরে যাওয়া যাবে না।

এর আগে, করোনা সংক্রমণ ঠেকাতে চলমান কঠোর বিধিনিষেধের মেয়াদ ১০ আগস্ট পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। গত ৩ আগস্ট সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে করোনাভাইরাস পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

উল্লেখ্য, গত ২৩ জুলাই সকাল ৬টা থেকে আজ ৫ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত কঠোর বিধিনিষেধ দেওয়া হয়। আজ থেকে লকডাউনের এই সময়সীমা আবারও বাড়ানো হলো।

Advertisement
Share.

Leave A Reply