fbpx

আমরা সবসময়ই জিততে চাই: ওয়েড

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সব পরিকল্পনা অনুযায়ী চললে মঙ্গলবার মাঠে গড়াবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। সফররতদের দলে প্রথমসারীর বেশকিছু ক্রিকেটার নেই; নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চ ছিটকে গেছেন ইনজুরিতে।

টাইগারদের বিপক্ষে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে ম্যাথু ওয়েডকে। ম্যাচের আগেরদিন ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ওয়েড জানিয়েছেন, নিজেদের স্বাভাবিক খেলাটাই খেলতে চান তারা।

গতবছর ভারত সফরে প্রথমবার অস্ট্রেলিয়া দলের অধিনায়কত্ব করেছিলেন ওয়েড। ক্যারিয়ারে জাতীয় দলের ভার সামলানো একমাত্র ম্যাচে এই উইকেটকিপার ব্যাটসম্যান পেয়েছিলেন ফিফটির দেখা। ভারতীয় কন্ডিশনের সাথে বাংলাদেশের খুব বেশি পার্থক্য চোখে পড়েনি তার। বাংলাদেশ সিরিজকে দেখছেন বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে।

“বিশ্বকাপের প্রস্তুতি আমরা ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেই শুরু করেছি। যে ফল আমরা প্রত্যাশা করেছি সেটা পাইনি। তবে কিছু কিছু পজিটিভ দিকও আছে। মিচেল মার্শ, অ্যাশটন টার্নারদের কাছ থেকে যা চেয়েছি, পেয়েছি। নিজেদের সামর্থ্য প্রমাণ করেছেন এমন আরও ক্রিকেটার আছেন।”

স্টিভেন স্মিথ, প্যাট কামিন্সদের মতো মাঠের তারকার অনুপস্থিতি; শেষ মুহুর্তে অ্যারন ফিঞ্চের ছিটকে যাওয়া। তবুও জয় ছাড়া কোনো ভাবনাই নেই ওয়েডের; অন্যদের না থাকাকে বরং দেখছেন সুযোগ হিসেবে।

“আমরা সবসময়ই জিততে চাই। বিশ্বকাপের আগে এটাই সুযোগ নিজেদের প্রমাণের। কে কোন জায়গায় খেলবে সেটা নিশ্চিত হওয়ার। সেই সুযোগটি নিতে সবাই রোমাঞ্চিত। ভিন্ন পজিশনে নিজেদের তুলে ধরতে মুখিয়ে থাকবে অনেকেই।”

Advertisement
Share.

Leave A Reply