fbpx

আমি এখনও আইপিএলে খেললে টপ স্কোরার হব: পিটারসেন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

এখনো তাঁর চেহারার যে দ্যুতি, তা দিয়ে লাখো তরুণীর বুকে কাঁপন ধরানো যায়। ফিটনেসও আছে বেশ। তবে বয়সের ভার বলে তো একটা কথা আছেই। ৪১ বছর বয়সে কেভিন পিটারসেন অবসর ভেঙ্গে আইপিএলে ফিরে আসবেন এই চিন্তা করাই বোধহয় বাতুলতা!

তবে সম্প্রতি ‘লেজেন্ডস লিগ ক্রিকেটে’ ওয়ার্ল্ড জায়ান্টস দলের হয়ে ৩৮ বলে ৮৬ রানের যে দুর্দান্ত স্ট্রোক ঝলমলে ইনিংসটি খেললেন ‘কেপি’, তা দেখে বোঝার কোনই উপায় নেই এই মানুষটি আন্তর্জাতিক ক্রিকেট সর্বশেষ খেলেছেন ২০১৪ সালে, সর্বশেষ প্রতিযোগিতামূলক টি-টোয়েন্টি খেলেছেন ২০১৮ সালে!

এই ইনিংস খেলার পথে এক ওভারে তিনটি করে চার ও ছক্কায় ৩০ রান নিয়েছেন পিটারসেন। যা লেজেন্ডস লিগ ক্রিকেটে রেকর্ড!

পিটারসেনের এই ইনিংস দেখে ভক্তকুল এখন দাবি তুলছেন, পিটারসেন এখনও চাইলেই নাকি আইপিএলে ফিরতে পারেন। ইংলিশ এই ব্যাটারকে আবারও প্রতিযোগিতামূলক ক্রিকেটে দেখতে ইচ্ছুকদের তালিকায় আছেন ক্রিকেটাররাও। ভারতের ঘরোয়া ক্রিকেটার শ্রীবৎস গোস্বামী পিটারসেনকে উদ্দেশ্য করে টুইট করেছেন, “আবারও আইপিএলে ফিরে আসো, বন্ধু”

তবে কেপি ভক্তদের এই আবদার মজা হিসেবেই নিয়েছেন। গোস্বামীর টুইটের উত্তরে যেমন লিখেছেন,

“আমি যদি আইপিএলে ফিরে আসি এখনও আমি হব সবচেয়ে বেশি মূল্যের ক্রিকেটার এবং টপ স্কোরারও আমিই হব। সেটা কি এখনকার ক্রিকেটারদের জন্য লজ্জার হবে না?”

ভক্তদের মন তো অনেক কিছুই মানতে চায়না, তবে পিটারসেন অবশ্যই বোঝেন, সময় বহতা নদীর মতো, একবার ফুরালে আর পাওয়া যায় না…

Advertisement
Share.

Leave A Reply