fbpx

আরিয়ান খান, মুক্ত হয়েও ঠিক মুক্ত না

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মাদক-মামলায় বৃহস্পতিবার(২৮ অক্টোবর) শাহরুখপুত্র আরিয়ান খান জামিন পেলেও মুম্বাই হাইকোর্ট তার জন্য কিছু  নির্দেশনা দিয়েছেন। জেল থেকে  বেরিয়েও বেশ কয়েকটি কাজ তিনি করতে পারবেন না। কোন কোন কাজ থেকে বিরত থাকতে হতে পারে শাহরুখ-তনয়কে, চলুন দেখা নেওয়া যাক-

১। মাদক নিয়ন্ত্রক সংস্থা (এনসিবি)’র দেওয়া শর্ত অনুসারে, বিশেষ আদালতের কাছে পাসপোর্ট জমা রাখতে হবে আরিয়ানকে। ‘অভিযুক্ত বিশেষ অনুমতি ছাড়া দেশ ছাড়তে পারবেন না।’ এমনই নির্দেশ দিয়েছে এনসিবি।

২। আরিয়ান বিদেশের মতো দেশের বিভিন্ন জায়গাতে চাইলেও যেতে পারবেন না। মুম্বাই ছেড়ে ভারতের অন্য কোথাও যেতে হলে তদন্তকারী অফিসারকে জানাতে হবে। ভ

৩। সংবাদমাধ্যমের কাছে প্রমোদতরীর মাদকভমামলার আদালতে হওয়া কথোপকথন বলতে পারবেন না আরিয়ান। সামাজিক যোগাযোগ মাধ্যমেও লিখতে পারবেন না বিষয়টি নিয়ে।

৪। অন্য অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করায় নিষেধাজ্ঞা রয়েছে এনসিবি’র।

এসব ছাড়াও সাক্ষীকে প্রভাবিত করা, প্রমাণ নষ্ট করা, তদন্তে অসহযোগিতা করতে পারবেন না। এই বিষয়গুলি ভারতীয় দণ্ডবিধির সব মামলার ক্ষেত্রেই প্রযোজ্য।

Advertisement
Share.

Leave A Reply