fbpx

আলিবাবা-বাইদুকে বিশাল অঙ্কের জরিমানা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

চুক্তি পূরণে ব্যর্থ হওয়ায় আলিবাবা, বাইদু,জেডি ডটকমসহ বিভিন্ন সংস্থাকে জরিমানা করেছে চীনের বাজার নিয়ন্ত্রক প্রতিষ্ঠান।

শনিবার তাদের এ জরিমানা করা হয় বলে সিএনএন ও রয়টার্সের প্রতিবেদন থেকে জানা গেছে।

২০১২ সাল থেকে ৪৩টি চুক্তি পূরণ করতে ব্যর্থ হওয়ায় এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, এর সঙ্গে জড়িত উদ্যোক্তা প্রতিষ্ঠানগুলোর প্রত্যেককে বাংলাদেশি মুদ্রায় ৬৭ লাখ টাকা জরিমানা করা হবে। এটি চীনের ২০০৮ সালের অ্যান্টি–মনোপলি আইনের অধীনে সর্বোচ্চ পরিমাণ জরিমানা।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই ৪৩ টি চুক্তির মধ্যে ২০১২ সালে প্রথম চুক্তি হয়েছিল বাইদুর সঙ্গে। আর বাইদুর একটি যানবাহন তৈরির কোম্পানির সঙ্গে ২০২১ সালে সবশেষ চুক্তিটি হয়। সেখানে চীনের গাড়ি নির্মাতা একটি কোম্পানিও যুক্ত ছিল।

তবে এখন পর্যন্ত এ বিষয়ে আলিবাবা, বাইদু, জেডি ডটকমসহ বিভিন্ন প্রতিষ্ঠান এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায় নি।

কয়েক বছর ধরে চীন ইন্টারনেট ভিত্তিক প্ল্যাটফর্মগুলোকে নিজের নিয়ন্ত্রণে নিতে কাজ করছে। এক্ষেত্রে বলা হচ্ছে, একচেটিয়া বাজার সৃষ্টি ঠেকাতেই এমনটা করা হচ্ছে। এটি না করা হলে তথ্যের অপব্যবহার হওয়ার আশঙ্কা এবং ভোক্তা অধিকার লঙ্ঘনের ঝুঁকি বেড়ে যায় বলে দাবি করছে দেশটির সরকার।

ওই সব চুক্তি অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর প্রতিযোগিতা নির্মূল বা সীমাবদ্ধ করার ক্ষেত্রে কোনো প্রভাব ফেলেনি বলে দাবি করেছে চীনা নিয়ন্ত্রক প্রতিষ্ঠান।

Advertisement
Share.

Leave A Reply