fbpx

আলোচনা কিংবা সংঘাত দুটোর জন্যই প্রস্তুত উত্তর কোরিয়া

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা কিংবা সংঘাত দুটোর জন্যই প্রস্তুত উত্তর কোরিয়া। ক্ষমতাসীন দল ওয়ার্কাস পার্টির এক বৈঠকে সম্প্রতি এমন মন্তব্য করেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন।

মার্কিন প্রসিডেন্ট জো বাইডেন প্রশাসন নিয়ে প্রথম বারের মত সরাসরি মন্তব্য করলেন কিম। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই তথ্য দিয়েছে।

কিম বলেন,  ‘রাষ্ট্রের মর্যাদা এবং স্বাধীন উন্নয়নের স্বার্থরক্ষায় সংঘাতের জন্য আমাদের পুরোপুরি প্রস্তুত থাকতে হবে। এছাড়া শান্তিপূর্ণ পরিবেশ ও উত্তর কোরিয়ার নিরাপত্তা নিশ্চিত করতেও প্রস্তুত থাকতে হবে ।’

এর আগে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর বাইডেন প্রশাসন কূটনৈতিক যোগাযোগের চেষ্টা করলেও তাতে সাড়া দেয়নি উত্তর কোরিয়া।

দেশটিতে পারমানবিক অস্ত্র ত্যাগেরও আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। তবে পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে তা প্রত্যাখ্যান করা হয়েছে। আর পারমাণবিক পরীক্ষার কারণে দেশটির ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

Advertisement
Share.

Leave A Reply