fbpx

আল-জাজিরা, এপিসহ গণমাধ্যমের কার্যালয় ধ্বংস করল ইসরায়েল

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা এবং আন্তর্জাতিক বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসসহ (এপি) বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যমের কার্যালয় ধ্বংস করল ইসরায়েল।

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের পরপর তিনটি আঘাতে ১১ তলার মিডিয়া ভবনটি ধ্বংস হয়। স্থানীয় সময় শনিবার এই হামলা হয়। তাৎক্ষণিকভাবে হতাহতের খবর নিশ্চিত করতে পারেনি স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

আল জাজিরার প্রতিবেদক শাফওয়াত আল-কাহলাউত গণমাধ্যমগুলোকে বলেন, ভবনটির এক বাসিন্দাকে ইসরায়েলি বাহিনী থেকে আসন্ন হামলার বিষয়ে হুঁশিয়ার করা হয়েছিল হামলার ঘণ্টাখানেক আগে। এর ফলে ভবনটিতে অবস্থান নেওয়া অধিকাংশ সংবাদ কর্মী ভবনটি ত্যাগ করতে পেরেছেন।

এ ঘটনার প্রতিক্রিয়া জানাতে গিয়ে হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি বলেন, সাংবাদিকদের নিরাপত্তা ও সুরক্ষা এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে আমরা ইসরাইলের সঙ্গে সরাসরি যোগাযোগ চালিয়ে যাচ্ছি।

ইসরায়েলি বোমা হামলায় গত সোমবার থেকে এখন পর্যন্ত ১৪০ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৩৯ শিশু ও ২২ জন নারী আছেন।

Advertisement
Share.

Leave A Reply