fbpx

আশার আলো দেখাচ্ছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

গোটা বিশ্ব যখন অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, সেখানে বাংলাদেশে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স নতুন সূর্যের আলো হয়ে আশা জাগাচ্ছে। জুলাই মাসে রেকর্ড পরিমাণ রেমিটেন্স পাঠানোর পর, আগস্টেও সেই ধারা অব্যহত আছে।

বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট সূত্রে জানা গেছে, আগস্ট মাসের ৭ দিনে ৫৫ কোটি ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। বর্তমান বিনিময় হার হিসাবে (প্রতি ডলার ৯৫ টাকা) টাকার অঙ্কে এই অর্থের পরিমাণ ৫ হাজার ২২৫ কোটি টাকা। যা গত বছরের আগস্টের একই সময়ের চেয়ে ৪৮ দশমিক ২০ শতাংশ বেশি। সে হিসেবে গড়ে প্রতিদিন ৭ কোটি ৮৬ কোটি ডলার বা ৭৪৬ কোটি টাকা এসেছে ।

বাজারে ডলারের চাহিদা থাকায় ব্যাংকগুলো ১১০ টাকার বেশি দরেও রেমিটেন্স সংগ্রহ করছে। ফলে টাকার অঙ্কে এই অর্থের পরিমাণ আরও বেশি।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, আশা করছি, মাসের বাকি ২৪ দিনেও এই ইতিবাচক ধারা অব্যাহত থাকবে। জুলাই মাসের মতো আগস্ট মাসেও ২ বিলিয়ন ডলারের বেশি রেমিটেন্স দেশে আসবে।

জুলাই মাসে প্রবাসীরা দেশে প্রায় ২ দশমিক ২ বিলিয়ন ডলার বা ২২০ কোটি ডলার রেমিটেন্স পাঠিয়েছেন, যা গত বছরের জুলাই মাসের পুরো সময়ের চেয়েও ৫ শতাংশ বেশি।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, এসময়ে আগের অর্থবছরের একই মাস জুলাইয়ের চেয়ে রেমিটেন্স বেড়েছে ১৭ দশমিক ৫৬ শতাংশ। গত বছরের জুলাইয়ে প্রবাসীরা পাঠিয়েছিলেন ১ দশমিক ৮৭ বিলিয়ন ডলার। এর আগে ২০২০ সালের জুলাইয়ে সবচেয়ে বেশি ২ দশমিক ৫৯ বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছিল।

সাধারণত দুই ঈদের আগে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স বাড়ে, ঈদের পর কমে যায়। তবে এবার কোরবানির ঈদের আগে যে গতিতে প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছেন, এখনও সেই ধারা অব্যহত আছে।

গত ৩০ জুন বাংলাদেশ ব্যাংক ২০২২-২৩ অর্থবছরের নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে। এতে বলা হয়, রেমিটেন্স ঊর্ধ্বমুখী হবে এবং চলতি অর্থবছরে গত বছরের চেয়ে ১৫ শতাংশ বেশি আসবে।

২০২১-২২ অর্থবছরের জুন মাসে প্রবাসী আয়ে মন্দা দেখা দেয়। পুরো অর্থবছরে ২ হাজার ১০৩ কোটি (২১.০৩ বিলিয়ন) ডলার আসে। গত অর্থবছরে গড়ে প্রতিদিন ৫ কোটি ৭৬ লাখ ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা।

তবে ২০২০-২১ অর্থবছর রেমিটেন্স প্রবৃদ্ধি ঊর্ধ্বমুখী ছিল। ওই সময়ে ২ হাজার ৪৭৮ কোটি (২৪.৭৮ বিলিয়ন) ডলার রেমিটেন্স পাঠান প্রবাসীরা।

Advertisement
Share.

Leave A Reply