fbpx

আসছে বাজেট গরিবের জন্য উপহার; অর্থমন্ত্রী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

প্রস্তাবিত বাজেটের সম্পূর্ণ অংশই গরিব মানুষের জন্য প্রধানমন্ত্রীর উপহার বলে মনে করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সময়ের সাথে সাথে দেশে মধ্যম আয়ের মানুষ বেড়েছে। যারা আয় করেন এবং কর দেয়ার সক্ষমতা আছে তাদেরকে এখন থেকে কর দিতে হবে।

শুক্রবার (২ জুন) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

এ সময় অর্থমন্ত্রী বলেন, বাজেটে আমরা যেসব অঙ্গীকার দিয়েছি, সবগুলো পূরণ করেছি। দুই কোটি ৪৫ লাখ চাকরির ব্যবস্থা করেছি। ধীরে ধীরে কর্মসংস্থান বাড়ছে। কর্মসংস্থানের জন্য নানা ধরনের পদক্ষেপ নিয়েছি।

আমাদের মধ্যে দেশপ্রেম আছে বলেই আমরা বারবার বিজয়ী হয়েছি। আমরা ফেল করি না। এ দেশের সব কিছুর মূলে হলো সাধারণ জনগন। দেশের প্রতি তাদের মায়া-মমতা, কর্মদক্ষতা, দায়বদ্ধতা অসাধারণ এক উদাহরণ সৃষ্টি করেছে। আমার বিশ্বাস আমরা পরাজিত হব না, বিজয়ী হবোই হব।

মন্ত্রী আরও বলেন, আমরা মেইড ইন বাংলাদেশ কালচারটা জনপ্রিয় করার চেষ্টা করছি। এ দেশে যা জিনিস তৈরি হবে তা দিয়েই আমাদের প্রয়োজন মিটবে, এর মাধ্যমে দেশে অধিক এর কর্মসংস্থান সৃষ্টি হবে।

আইএমএফের দেওয়া শর্তের ভিত্তিতে বাজেট প্রণয়ন করেছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের জানান, তাদের প্রেসক্রিপশন মেনে আমরা বাজেট করিনি তবে তাদের পরামর্শের যেটুকু গ্রহণ করা প্রয়োজন আমরা সেটুকু গ্রহণ করব। এতে আমাদের কোনো আপত্তি নেই।

২০২৩-২৪ অর্থবছরের বাজেট বাস্তবায়ন করা সম্ভব উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, আমরা যখন দেশ পরিচালনা শুরু করি, তখন ৫৯ হাজার ৪০০ কোটি টাকা রাজস্ব আয় করতাম, সেটি দুই লাখ ৯৫ হাজার কোটি টাকায় উন্নীত করতে পেরেছি। সুতরাং এবারও আমরা বাজেট বাস্তবায়ন করতে পারবো।

Advertisement
Share.

Leave A Reply