fbpx

আসানির প্রভাবে উত্তাল মেঘনা, নৌ চলাচল বন্ধ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আসানির প্রভাব পড়েছে মেঘনা নদীতে। উত্তাল মেঘনায় নৌযান চলাচল তাই বন্ধ রয়েছে।

সোমবার (৯ মে) সকাল থেকে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নলচিরা-চেয়ারম্যানঘাটসহ সব রুটে নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব নৌযানকে উপকূলের কাছাকাছি থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম হোসেন।

তিনি বলেন, বর্তমানে ২ নম্বর সতর্ক সংকেত চলছে। ঘূর্ণিঝড় মোকাবিলায় এরইমধ্যে সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। উপকূলবর্তী সব দ্বীপে জনপ্রতিনিধিদের মাধ্যমে সতর্কতামূলক মাইকিং করা হচ্ছে। সাইক্লোন সেন্টারসহ আশ্রয়ন কেন্দ্রগুলোকে প্রস্তুত রাখা হয়েছে।

এদিকে আসানির প্রভাবে হাতিয়ার মেঘনা নদী উত্তাল রয়েছে। সকাল থেকেই উপজেলায় বৃষ্টি হচ্ছে। এছাড়াও জেলার প্রতিটি স্থানে হালকা ও মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে।

বৃষ্টি আর দমকা হাওয়ায় নদী পারাপারে ঝুঁকি রয়েছে। এজন্য সকাল থেকে সাময়িকভাবে নৌযান চলাচল বন্ধ রেখেছে ঘাট কর্তৃপক্ষ।

নলচিরা ঘাটের ইজারাদার ফাহিম উদ্দিন জানান, প্রশাসনের নির্দেশে সকাল থেকে নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply