fbpx

আসামে বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৮

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ভারতের আসামে বন্যায় মৃত্যের সংখ্যা দাঁড়িয়েছে আট জনে। ঘর ছাড়তে বাধ্য হয়েছে পাঁচ লাখেরও বেশি বাসিন্দা। বুধবার স্থানীয় সরকারের বরাত দিয়ে এই খবর নিশ্চিত করেছে সংবাদ সংস্থা রয়টার্স।

গেল তিন দিন ধরে দেশটির ব্রহ্মপুত্র নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। এর প্রভাব পড়েছে প্রতিবেশী দেশ বাংলাদেশেও।

আসামে নদীর পানি প্লাবিত হয়ে ডুবে গেছে দেড় হাজারেরও বেশি গ্রাম। এর মধ্যেই আগামী দুই দিন আবহাওয়া পরিস্থিতি আরও খারাপ হবে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ব্রহ্মপুত্রের পানির স্তর আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

সবচেয়ে খারাপ অবস্থা হোজাই জেলায়। সেখানে অভিযান চালিয়ে আটকে থাকা দুই হাজারেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কেশাব মাহান্তা এই খবর নিশ্চিত করেছেন।

Advertisement
Share.

Leave A Reply