fbpx

আসামে বন্যায় ৩ জনের প্রাণহানি, ৬ জেলা প্লাবিত

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ভারতের আসামে ভারী বৃষ্টি ও বন্যায় অন্তত তিন জন মারা গেছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে ছয় জেলার অন্তত ২৫ হাজার মানুষ। রবিবার দেশটির সংবাদ মাধ্যম এএনআই এই খবর নিশ্চিত করেছে।

কয়েকদিনের টানা বৃষ্টিতে মাটি নরম হয়ে বিভিন্ন জায়গায় ভূমিধস দেখা দিয়েছে। ডিমা হাসাও জেলায় ভূমিধসে মারা গেছেন এক জন। এছাড়া অন্তত ৯৮ টি গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়েছে- জানিয়েছে রাজ্য সরকার।

বন্যাকবলিত এলাকা থেকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে দুই হাজারেরও বেশি বাসিন্দাকে। আটকে থাকাদের উদ্ধারে অভিযান চলছে।

প্রতিবেশী রাজ্য মেঘালয় ও অরুণাচলও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে। মেঘালয় ও আসাম রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত কপিলি নদির পানি বিপদসীমার উপরে রয়েছে।

Advertisement
Share.

Leave A Reply