fbpx

আহছানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের কাছে প্রশ্নফাঁসের ব্যাখ্যা চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ব্যাংকার্স সিলেকশন কমিটির আওতায় বাংলাদেশ ব্যাংক কর্তৃক সম্প্রতি অনুষ্ঠিত অফিসার (ক্যাশ) পদে রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে। আর এই প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক। তাদের কাছ থেকে ব্যাখ্যা পাওয়ার পরই বাংলাদেশ ব্যাংক আইনী সিদ্ধান্ত নেবে। পাশাপাশি, বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এই নিয়োগ পরীক্ষাটি বাতিল করার সম্ভাবনাও রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র এবং নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম আজ বুধবার (১০ নভেম্বর) সংবাদমাধ্যমকে জানিয়েছেন, প্রশ্নফাঁসের বিষয়টি তারা গণমাধ্যমের কাছ থেকে জেনেছে। আইনশৃঙ্খলা বাহিনী কয়েকজনকে গ্রেফতার করেছে। এ কারণেই, আহছানউল্লাহ ইউনিভার্সিটির কাছে ব্যাখ্যা চেয়ে তাদের মতাতমত জানতে চেয়েছে বাংলাদেশ ব্যাংক।

তিনি আরও জানান, আইনশৃঙ্খলা বাহিনীর হাতে যেহেতু কয়েকজন আটক হয়েছে, তাই আইনশৃঙ্খলা বাহিনীর মতামতও নিতে হবে। এসব ব্যাখ্যা পাওয়ার পরই বাংলাদেশ ব্যাংক ব্যবস্থা গ্রহণ করবে।

এদিকে, এই ঘটনায় বিশ্ববিদ্যালয়টিকে কেন কালো তালিকাভুক্ত করা হবে না, সে বিষয়টি জানতে চেয়ে চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের অধীনে থাকা ব্যাংকার্স সিলেকশন কমিটি।

তবে, বিশ্ববিদ্যালয়টি কালো তালিকাভুক্ত করা হলে সামনের বেশ অনেকগুলো পরীক্ষা গ্রহণের তারিখ পরিবর্তন করতে হবে। কারণ, বেসরকারি এই বিশ্ববিদ্যালয়টি কিছু সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষা গ্রহণের দায়িত্ব পেয়েছে।

উল্লেখ্য, অফিসার (ক্যাশ) পদে রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়েছিল। গোয়েন্দা পুলিশের তদন্তে ঘটনার সত্যতা মিলেছে। আর এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রশ্নফাঁস চক্রের ১০ সদস্যকে আটক করা হয়েছে। এর মধ্যে রয়েছেন ব্যাংক কর্মকর্তা ও চাকরিপ্রত্যাশীরাও।

১০ নভেম্বর সকালে এ বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তরের যুগ্ম কমিশনার মোহাম্মদ হারুন-অর-রশীদ।

গত ৬ নভেম্বর সোনালী, জনতা, অগ্রণী, রুপালী ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের অফিসার (ক্যাশ) পদে নিয়োগ পরীক্ষা শেষ হওয়ার পরপরই ১০০টি প্রশ্নের প্রিন্ট করা উত্তরপত্র ফেসবুকে পাওয়া গেছে বলে অভিযোগ করেছেন পরীক্ষার্থীরা। তবে, তাদের এ অভিযোগ অস্বীকার করেছে বাংলাদেশ ব্যাংক।

Advertisement
Share.

Leave A Reply