fbpx

আড়াই বছর পর ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার তারিখ ঘোষণা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০২০–এর প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। সোমবার এনটিআরসিএর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্কুল-২ ও স্কুল পর্যায়ের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আর কলেজ পর্যায়ের পরীক্ষা ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত পরীক্ষা হবে।

পরীক্ষাসংক্রান্ত আরও বিস্তারিত তথ্যএই লিংকে  বা প্রবেশপত্র এখানে পাওয়া যাবে।

২০২০ সালের ২৩ জানুয়ারি ১৭তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরীক্ষায় আবেদন করেন ১১ লাখ ৭২ হাজার ২৮৬ জন।। ওই বছরের ১৫ মে প্রিলিমিনারির তারিখ ঘোষণা করা হয়। কিন্ত করোনার কারণে পরীক্ষা স্থগিত করা হয়।

প্রসঙ্গত, ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা তিন ধাপে অনুষ্ঠিত হবে। প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হবে। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণদের দ্বিতীয় ধাপে লিখিত পরীক্ষা হবে। শেষ ধাপে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা নেয়া হবে।

Advertisement
Share.

Leave A Reply