fbpx

ইংল্যান্ডের মধুর প্রতিশোধ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বিশ্বকাপে দুই দলের শেষবার দেখা হয়েছিল ফাইনাল ম্যাচে। শেষ ওভারের রোমাঞ্চে জয় তুলে নিয়েছিল ক্যারিবিয়ানরা। জয়টা পেতে পারতো ইংলিশরাও। নিশ্চিত জেতা ম্যাচটা হাতছাড়া হয়ে গিয়েছিল কার্লোস ব্র্যাথওয়েটের অতিমানবীয় ব্যাটিংয়ে। ফাইনাল ম্যাচে এমন হার, নিশ্চিতভাবেই ভুলেনি ইংলিশরা। সংযুক্ত আরব আমিরাত বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ক্যারিবিয়ানদের পেয়ে তাই প্রথম থেকেই বেশ ফুরফুরে মেজাজে ইংল্যান্ড দল।

ইংল্যান্ডের মধুর প্রতিশোধ

দুই ওভারে চারটি উইকেট তুলে নিয়েছেন রশিদ।

এউইন মরগান টসে জিতে নিয়েছেন ফিল্ডিং; বোলিংয়ের শুরুটাও করেছেন স্পিনার দিয়েই। স্পিন পেয়েই বোধহয় একটু চড়াও হওয়ার চেষ্টা ক্যারিবিয়ানদের। কিন্তু, হলো হিতে বিপরীত! স্পিন বিষেই নীল ওয়েস্ট ইন্ডিজ। দুই স্পিনার মঈন আলী এবং আদিল রশিদ মিলে ছয় ওভার দুই বলে উনিশ রান দিয়ে প্যাভিলিয়নে ফিরিয়েছেন ছয় ছয়জন ব্যাটসম্যানকে। মাত্র দুই রানেই চার উইকেট তুলে নিয়েছেন আদিল রশিদ, মঈনের সংগ্রহ সতেরো রানে দুইটি।

ইংল্যান্ডের মধুর প্রতিশোধ

দ্বিতীয় ইনিংসের শুরুতে।

তিন বছর পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ফিরে প্রত্যাবর্তনটাকে রাঙ্গিয়েছেন টাইমাল মিলসও। নিজের চার ওভারে খরচ করেছেন মাত্র সতেরো, উইকেট দুইটি। ফলাফল স্বরুপ, মাত্র চৌদ্দ ওভার দুই বলেই অলআউট ওয়েস্ট ইন্ডিজ; সংগ্রহ মোটে ৫৫! দুই অঙ্কের রান পেরোতে পেরেছেন মাত্র একজন, সেটাও আবার অফফর্মে থাকা ক্রিস গেইল! ইউনিভার্স বসের ব্যাট থেকে এসেছে দলীয় সর্বোচ্চ ১৩ রান।

টার্গেট যখন মাত্র ৫৬, তখন জয় তো সময়ের ব্যাপার মাত্র। সময়ের ব্যাপার হলেও ইংলিশদের জয় তুলে নিতে হারাতে হয়েছে চারটি উইকেট। আট ওভার দুই বলেই জয়ের বন্দরে পৌঁছেছে ইংল্যান্ড। জস বাটলার করেছেন অপরাজিত ২৪* রান। ২৪ রানে দুইটি উইকেট নিয়েছেন আকিল হোসেন।

Advertisement
Share.

Leave A Reply