fbpx

ইউক্রেনকে নেটোর সদস্য না করতে রাশিয়ার দাবি নাকচ করেছে যুক্তরাষ্ট্র

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ইউক্রেনকে নেটোর সামরিক জোটের সদস্য না করতে রাশিয়ার দাবি নাকচ করে দিলো যুক্তরাষ্ট্র। রাশিয়া-ইউক্রেনের চলমান উত্তেজনার মধ্যেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন মস্কোকে পাঠানো এক আনুষ্ঠানিক জবাবে এ কথা জানিয়েছেন।

সংবাদ মাধ্যম বিবিসি জানায়, সামরিক জোট নেটোর সাথে সমন্বিত-ভাবেই রাশিয়াকে এই জবাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

ব্লিনকেন বলেন,’ রাশিয়াকে সামনে এগুনোর একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পথ খুলে দেয়া হয়েছে , যদি রাশিয়া সেই পথে হাটতে চায়।‘

এর আগে রাশিয়া যুক্তরাষ্ট্রের কাছে লিখিত ভাবে তাদের নিরাপত্তা বিষয়ক উদ্বেগগুলো তুলে ধরেছিল। রাশিয়ার জোড়ালো দাবি ছিল, ইউক্রেন এবং অন্যান্য পূর্ব ইউরোপীয় দেশগুলোকে নেটো জোটের সদস্য করার সম্ভাবনা নাকচ করে দেয়ার।

বেশ কিছুদিন ধরেই রাশিয়া-ইউক্রেনের মধ্যে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। সম্প্রতি রাশিয়া ইউক্রেন সীমান্তে বিপুল সংখ্যক সেনা সমাবেশ করেছে। ইউরোপের অনেক দেশেই একে সম্ভাব্য রুশ অভিযানের প্রস্তুতি হিসেবেই দেখছে। যদিও বরাবরই তা অস্বীকার করে আসছে রাশিয়া।

Advertisement
Share.

Leave A Reply