fbpx

ইউক্রেনের একটি বিদ্যুৎ কেন্দ্র থেকে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না: আইএইএ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা- আইএইএ বলছে, ইউক্রেনের চেরনোবিলের সাবেক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি থেকে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না।

সংস্থাটি বলছে, প্রায় দুই সপ্তাহ আগে রুশ সেনারা ওই কেন্দ্রটি নিয়ন্ত্রণ নেয়। এরপর সেখানে দুইশ জনেরও বেশি মানুষ সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। আর এ নিয়েই তারা উদ্বিগ্ন।

তবে ইউক্রেনের এই পরমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি তেজস্ক্রিয় বিকিরণের মাত্রা স্বাভাবিক আছে বলেই জানিয়েছে আইএইএ।

যদিও ইউক্রেনের রাষ্ট্রীয় পারমাণবিক কোম্পানি বলছে, চেররোবিলের প্লান্টটির বিদ্যুৎ সরবরাহ কেটে দেয়া হয়েছে।

সংবাদ মাধ্যম বিবিসি জানায়, রুশ বাহিনীর নিয়ন্ত্রণে নেয়ার সময় কেন্দ্রটির বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত হয়েছিল।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা জরুরি ভিত্তিতে কেন্দ্রটিতে মেরামতের কাজ করার জন্য যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিলেন।

Advertisement
Share.

Leave A Reply