fbpx

মারিউপোলে সম্পূর্ণ বিজয় ঘোষণা রাশিয়ার

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দীর্ঘ এক মাস যুদ্ধের পর ইউক্রেনের বন্দর নগরী মারিউপোলে বিজয় ঘোষণা করেছে রাশিয়া। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি দিয়েছে এই তথ্য।

মস্কোর কর্মকর্তারা জানিয়েছেন, শহরের আজভস্টল স্টিল কারখানায় ইউক্রেনের শেষ যোদ্ধারা আত্মসমর্পণ করেছে।

রাশিয়াকে শহরটির ওপর পূর্ণ নিয়ন্ত্রণে বাধা দিতে এক মাস ধরে সেনারা কারখানার বিশাল কমপ্লেক্সে লুকিয়ে ছিল। সেখান থেকেই তারা রুশ সেনাদের বিরুদ্ধে লড়ছিল। শুক্রবার সবশেষ যোদ্ধাদের সরিয়ে নেয়া হয়। মারিউপোল নিয়ন্ত্রণ নিতে রুশ বাহিনীর হামলায় শহরটি ধ্বংসস্তুপে পরিনত হয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, সবশেষ ইউক্রেনের ৫৩১ জন সেনা সরিয়ে নেয়ার পর স্টিল কারখানাটি এখন ‘সম্পূর্ণ মুক্ত’।

শুক্রবার রাতে টেলিভিশনে দেয়া ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, ‘সেনাদের সরে যাওয়ার অনুমতি দেয়া হয়েছে।‘

তিনি বলেন, ‘সামরিক কমান্ডের কাছ থেকে কারখানায় আটকে থাকা সেনাদের স্পষ্ট সংকেত দেয়া হয়েছে যে তারা বেরিয়ে আসতে পারে। এবং জীবন বাঁচাতে পারে।‘

Advertisement
Share.

Leave A Reply