fbpx

ইউক্রেনের শিশুদের জন্য নোবেল পদক বিক্রি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

রাশিয়ান সাংবাদিক দিমিত্রি মুরাতভ প্রতিকূল পরিবেশে সাংবাদিকতা চালিয়ে যাওয়ার জন্য ২০২১ সালের অক্টোবরে যুগ্মভাবে নোবেল শান্তি পুরস্কার পান।

কিন্তু প্রিয় সেই পদকটি এবার বিক্রি করে দিচ্ছেন এই সাংবাদিক। ২০ জুন সোমবার রাতে নিলামে তোলা হচ্ছে তার পদকটি। বিক্রি থেকে পাওয়া অর্থ ইউনিসেফকে দেয়া হবে। ইউক্রেন যুদ্ধে বাস্তুচ্যূত শিশুদের জন্য বরাদ্দ হবে ওই অর্থ।

নভয়া গ্যাজেট নামে একটি স্বাধীন রুশ সংবাদপত্রের প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক মুরাতভ। গত মার্চে মুরাতভের সংবাদপত্রটি বন্ধ করে দেয় ক্রেমলিন।

নোবেল পদকটি নিলামে তোলার আগে নগদ পুরস্কারের ৫ লাখ ডলারও দান করার ঘোষণা দিয়েছিলেন মুরাতভ। শরণার্থী শিশুদের সামনে কিছু সুযোগ তুলে ধরতে এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।

বার্তা সংস্থা এপিকে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, ইউক্রেন সংঘাতের ফলে এতিম হয়ে যাওয়া শিশুদের নিয়ে আমি বেশ উদ্বিগ্ন। আমরা চাই তাদের ভবিষ্যত কিছুটা নিরাপদ হউক।

Advertisement
Share.

Leave A Reply