fbpx

ইউক্রেনে যুদ্ধাপরাধের দায়ে এক রুশ সেনার যাবজ্জীবন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

একজন অসামরিক নাগরিককে হত্যার দায়ে রাশিয়ার এক ট্যাঙ্ক কমান্ডারকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে ইউক্রেনের একটি আদালত। ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর এটিই প্রথম কোন যুদ্ধাপরাধ বিচারের ঘটনা। বৃটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে একথা বলা হয়েছে।

আটক রুশ সেনা সার্জেন্ট ভাদিম শিশিমারিন গত ২৮ ফেব্রুয়ারি ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় গ্রাম চুপাখিভকায় ৬২ বছর বয়সী ওলেক্সান্দার শেলিপভকে হত্যার দায়ে দন্ডিত হয়েছেন।

২১ বছর বয়সী শিশিমারিন, শেলিপভকে গুলি করার কথা স্বীকার করেছেন। তবে তিনি আদালতে বলেন, তিনি নির্দেশ পালন করেছেন এবং শেলিপভের বিধবা স্ত্রীর কাছে ক্ষমা চেয়েছেন।

যুদ্ধাপরাধের আরো বহু অভিযোগের তদন্ত করছে ইউক্রেন।

মস্কোর দাবি, সামরিক অভিযানে তারা কোন বেসামরিক নাগরিককে লক্ষ্যবস্তু করছে না, তবে ইউক্রেন বলছে ১১ হাজারেরও বেশি অপরাধের ঘটনা ঘটে থাকতে পারে।

Advertisement
Share.

Leave A Reply