fbpx

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন বৈশ্বিক সমস্যা: বাইডেন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ঘটনায় বিশ্ব ‘ইতিহাসের একটি কালো অধ্যায় অতিক্রম করছে’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনকে ‘বৈশ্বিক সমস্যা’ হিসেবে মন্তব্য করে তিনি বলেন, এ সংকট আন্তর্জাতিক শৃঙ্খলা, আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব বজায় রাখার গুরুত্বকে আরও বাড়িয়ে তুলেছে।

আজ ২৪ মে (মঙ্গলবার) জাপানের রাজধানী টোকিওতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জোট ‘কোয়াডের’ বৈঠকের উদ্বোধনী বক্তৃতায় বাইডেন একথা বলেন।

বৃটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্র, জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার ‘কোয়াড’ জোটের বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুধু ইউরোপের সমস্যা নয়। এটি বৈশ্বিক সমস্যা।’

তিনি জোর দিয়ে বলেন, ‘ওয়াশিংটন মিত্রদের পাশে দাঁড়াবে। মুক্ত ও স্বাধীন ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল প্রতিষ্ঠায় উদ্যোগ নেবে।’

বাইডেনের বক্তব্যের সাথে একমত পোষন করে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেন, একই ধরনের আগ্রাসনের ঘটনা এশিয়ায় ঘটা উচিৎ নয়।

Advertisement
Share.

Leave A Reply