fbpx

ইউনেস্কোর ডান্স কাউন্সিলে বাংলাদেশের শিল্পী কাজী রায়হান

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

২৯ এপ্রিল, বিশ্ব নৃত্য দিবস। দিনটি উপলক্ষে এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক ডান্স কাউন্সিল (সিআইডি)।  ইউনেস্কোর আন্তর্জাতিক নৃত্য বিষয়ক এ সভায়, অংশ গ্রহণ করতে যাচ্ছেন বাংলাদেশের তরুণ নৃত্যশিল্পী কাজী রায়হান।

ইউনেস্কোর ডান্স কাউন্সিলে বাংলাদেশের শিল্পী কাজী রায়হান

ইউনেস্কোর আন্তর্জাতিক ডান্স কাউন্সিলে ভার্চুয়ালি যোগ দিচ্ছেন তরুণ শিল্পী রায়হান।

তবে করোনা মাহামরির কারণে এবারের কাউন্সিলটি হচ্ছে ভার্চুয়ালি।

মেধাবী এই শিল্পী রুমঝুম নৃত্যালয়ের নৃত্য পরিচালক। তিনি জানান, করোনা মাহামারির মধ্যেও নিজের নাচের চর্চা চালিয়ে যাচ্চেন তিনি। একই সাথে ভার্চুয়ালিও নাচ শিখছেন এবং শেখাচ্ছেন।

তিনি আরও বলেন, ‘শাস্ত্রীয় নৃত্য গুরুমুখী বিদ্যা। তাই চাইলেও অনলাইনে সরাসরি ক্লাসের মত শেখা যায় না। তবে এর মধ্যে দিয়েই নিজের চেষ্টা করে ধরে রেখেছি।”

কত্থক, ওড়িশি, ভরত নাট্যম, মনিপুরী, গৌড়িয় নানা ঘরানার নাচ শিখেছেন তিনি। তবে নিজেকে মনিপুরী নৃত্যশিল্পী হিসেবেই পরিচিতি দিতে স্বাচ্ছন্দ বোধ করেন।

ইউনেস্কোর ডান্স কাউন্সিলে বাংলাদেশের শিল্পী কাজী রায়হান

ভরত নাট্যম, মনিপুরী, গৌড়িয়সহ নানা ঘরানার নাচ শিখেছেন মেধাবী এই শিল্পী।

নাচের শুরু শিল্পী নাহিমা সুলতানা রেখার হাত ধরে। তারপর  বুলবুল ললিতকলা একাডেমিতে শিল্পী বেনজির সালামর কাছে ওড়িশি নৃত্যের তালিম নেন। পরবর্তীতে দীর্ঘ সময় তালিম নেন মণিপুরি নৃত্য শিল্পী সামিনা হোসাইন প্রেমা কাছে। এছাড়া নাচ শিখেছেন দেশের আরেক স্বনামধন্য মনিপুরী নৃত্য শিল্পী ওয়ার্দা রিহাবের কাছে।

ইউনেস্কোর ডান্স কাউন্সিলে বাংলাদেশের শিল্পী কাজী রায়হান

২০১৪ বিজিবি বিএসএফ এর মিয়ানমার সম্মেলনে বিশেষ সম্মাননা পেয়েছেন তিনি।

রায়হান ২০১৪ বিজিবি বিএসএফ এর মিয়ানমার সম্মেলনে বিশেষ সম্মাননা পেয়েছেন। এছাড়াও নৃত্য পরিবেশন করেছেন দেশে ও দেশের বাইরে বেশ কয়েকটি আন্তর্জাতিব ফেস্টিভ্যলে।

 

 

Advertisement
Share.

Leave A Reply