fbpx

ইউনেস্কোর হেরিটেজ তালিকায় দূর্গাপুজা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় উৎসব দূর্গাপুজা এবার ইউনেস্কোর হেরিটেজ তালিকায়। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর বিচারে কলকাতার দূর্গাপূজাকে ‘ ইনট্যাসজিবল কালচারাল হেরিটেজ’-এর সম্মাননা দেয়া হয়েছে।

বুধবার এক টুইটার পোস্টে সংস্থাটি জানায়, প্যারিসে ইউনেস্কোর বিশেষ কমিটির অধিবেশনে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ইউনেস্কোর এমন সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘ গোটা বিশ্বের কোনায় কোনায় ছড়িয়ে থাকা বাঙ্গালির জন্য আজ অত্যন্ত গর্বের দিন। দূর্গাপুজা কেবল উৎসব নয়, এটা একটা আবেগ যা বাঙ্গালিকে ঐক্যবন্ধ করে।’

উচ্ছাস প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এক টুইটার পোস্টে তিনি লিখেছেন,’ প্রত্যেক ভারতীয়ের জন্য গর্ব ও আনন্দের বিষয়। দূর্গাপুজা আমাদের সাংকৃতিক আত্মিক বৈশিষ্ট্যর শ্রেষ্ঠ দিকগুলোকে তুলে ধরে।‘

Advertisement
Share.

Leave A Reply