fbpx

ইউরোপিয়ান ফুটবলে রাতে মাঠে নামছে যারা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

রাতে ইউরোপিয়ান ফুটবলে মাঠে নামছে বড় দলগুলো। ইংলিশ প্রিমিয়ার লিগে ভিন্ন ভিন্ন ম্যাচে ম্যানচেস্টার সিটি, আর্সেনাল ও চেলসির খেলা রয়েছে। এদিকে ফরাসি লিগ আঁতে মাঠে নামবে লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের পিএসজি। লা লিগায় মাঠে নামবে আতলেতিকো মাদ্রিদ।

প্রিমিয়ার লিগে নিউক্যাসলকে সন্ধ্যা ৬:৩০ মিনিটে  ঘরের মাঠে আতিথ্য দিবে ম্যানচেস্টার সিটি। ভিন্ন ম্যাচে বোর্নমাউথের সাথে রাত ৯টায়  মুখোমুখি হবে টেবিল টপার আর্সেনাল। রাতের আরেক ম্যাচে লিডস ইউনাইটেডের মুখোমুখি হবে চেলসি। রাত ৯টায় শুরু হবে ম্যাচটি।

বরাবরের মতো এবারও প্রিমিয়ার লিগ জমে উঠেছে। ২৫ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে আর্সেনাল। সমান ম্যাচ খেলা ম্যান সিটি ৫ পয়েন্ট কম নিয়ে রয়েছে টেবিলের দুই নম্বরে। তবে এবারের মৌসুমে তেমন ভালো করতে পারছে না চেলসি। ২৪ ম্যাচ খেলে ৩১ পয়েন্ট নিয়ে রয়েছে টেবিলের ১০ নম্বরে।

ফরাসি লিগে গুরুত্বপূর্ণ ম্যাচে একে অপরের মুখোমুখি হবেন পিএসজি ও নঁত। রাত ২টায় পার্ক দে প্রিন্সেস স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। ২৫ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে লিগ আঁতে শীর্ষে রয়েছে মেসি-এমবাপ্পের দল। এছাড়াও লা লিগায় আতলেতিকো মাদ্রিদ রাত ২টায় মুখোমুখি হবে সেভিয়ার।

Advertisement
Share.

Leave A Reply