fbpx

ইউরোপের বাইরে প্রথম বেকার ভাতা চালু করল আলজেরিয়া

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বেকারদের জন্য ভাতা চালুর সিদ্ধান্ত নিয়েছে আফ্রিকার দেশ আলজেরিয়া। দেশটির প্রেসিডেন্ট আবদেল মাজিদ তেবোউন এই ঘোষণা দিয়েছেন বলে বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়।

সম্প্রতি আলজেরিয়ায় প্রতিনিয়ত বেকারের সংখ্যা বাড়ছে। দেশটির সরকার বেকারত্বের হার মোকাবিলায় হিমশিম খাচ্ছে। এমন পরিস্থিতিতে দেশটির প্রেসিডেন্ট বলেন, সরকার প্রাপ্তবয়স্ক তরুণদের জন্য বেকারত্ব সুবিধা চালু করবে।

তিনি সাংবাদিকদের বলেন, আগামী মার্চে ১৯ থেকে ৪০ বছর বয়সী চাকরিপ্রত্যাশীদের ভাতা দেওয়া শুরু হবে। ভাতা পাওয়ার জন্য যোগ্য ব্যক্তিরা কোনো চাকরি পাওয়ার আগ পর্যন্ত মাসিক ১০০ ডলার (৮ হাজার ৬০০ টাকা) করে ভাতা এবং কিছু চিকিৎসার সুবিধা পাবেন।

প্রেসিডেন্ট আবদেল মাজিদ বলেন, ইউরোপের বাইরে প্রথম দেশ হিসেবে আলজেরিয়া এমন সুবিধা চালু করছে। বর্তমানে দেশটিতে বেকারের সংখ্যা ছয় লাখের বেশি।

Advertisement
Share.

Leave A Reply