fbpx

ইডেনে ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত, ১৬ জনকে স্থায়ীভাবে বহিষ্কার

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

রাজধানীর ইডেন কলেজ শাখা ছাত্রলীগের দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থানের ঘটনায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে দলটির সাংগঠনিক কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। পাশাপাশি শৃঙ্খলাপরিপন্থী কাজে জড়িত থাকার অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ইডেন কলেজ শাখা ছাত্রলীগের ১৬ জন নেতা-কর্মীকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

রবিবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্তের কথা জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হলো। সেই সঙ্গে শৃঙ্খলাপরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অপরাধে প্রাথমিকভাবে প্রাপ্ত প্রমাণের ভিত্তিতে ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি সোনালি আক্তার, সুস্মিতা বাড়ে, জেবুন্নাহার শিলা, কল্পনা বেগম, জান্নাতুল ফেরদৌস, আফরোজা রশ্মি, মারজানা ঊর্মি, সানজিদা পারভীন চৌধুরী, এস এম মিলি ও সাদিয়া জাহান, যুগ্ম সাধারণ সম্পাদক ফাতেমা খানম, সাংগঠনিক সম্পাদক সামিয়া আক্তার এবং কর্মী রাফিয়া নীলা, নোশিন শার্মিলীম জান্নাতুল ও সূচনা আক্তারকে ছাত্রলীগ থেকে স্থায়ী বহিষ্কার করা হলো।’

ইডেনে ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত, ১৬ জনকে স্থায়ীভাবে বহিষ্কার

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অধিকতর তদন্তের মাধ্যমে বিশৃঙ্খলার সঙ্গে ইডেন কলেজ শাখা ছাত্রলীগের যারা জড়িত আছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত,  শনিবার রাতে গণমাধ্যমের সাথে কথা বলায় তামান্না জেসমিন রিভা ও রাজিয়া সুলতানার বিরুদ্ধে ইডেন কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌসকে মারধর করার অভিযোগ ওঠে।

জান্নাতুল ফেরদৌস জানান, তিনি হলের বাইরে থাকা অবস্থায় হলের সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারীরা তার রুমে ঝামেলা করে। পরে তিনি কলেজ ক্যাম্পাসে এলে তাকে মারধর করা হয়। এই ঘটনায় রবিবার দুই সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। ২৪ ঘণ্টার মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এরপর দুপুর সাড়ে ১২টায় তদন্ত কমিটির সদস্য, কলেজ ছাত্রলীগ সভাপতি, সাধারণ সম্পাদককে ইডেনে অবাঞ্ছিত ঘোষণা করেন বিদ্রোহীরা। বিকালে সভাপতি ও সাধারণ সম্পাদক সংবাদ সম্মেলন করার চেষ্টা করেন। এসময় দুই পক্ষে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে সহ-সভাপতি গ্রুপ (বিদ্রোহীরা) হামলা শুরু করে। এরপর দুইপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

রবিবার বিকেলে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে শাখা ছাত্রলীগ সভাপতি তামান্না জেসমিন রিভাসহ অন্তত ১০ জন আহত হন। রবিবার (২৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে কলেজ অডিটরিয়ামের সামনে এই সংঘর্ষ ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও যুগ্ম সম্পাদক রিতু আক্তারকে সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান ইডেন কলেজের শিক্ষিকা নার্গিস আক্তার।

অন্যদিকে পুলিশ পাহারায় রাত ৮টা ২০ মিনিটে কলেজের তিন নম্বের গেট দিয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানাকে সরিয়ে নেয় কলেজ প্রশাসন।

রাজিয়া সুলতানাকে ক্যাম্পাস থেকে নিয়ে যাওয়ায় অন্য পক্ষ উল্লাস প্রকাশ করে জানান, এর মধ্য দিয়ে কলেজ কলঙ্কমুক্ত হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply